"Roar " সিনেমার রিলিজ করছে ৩১ অক্টোবর , ২০১৪ তার প্রমোশন হয়ে গেলো কয়েদি রেষ্টুরেন্ট এ উপস্হিত ছিলেন Subrat Dutta, Nora Fatehi, এবং আরোও অনেকে। নোরা ফাটেহি আমাদের জানালেন তার সুন্দরবনের শুটিং এর অভিজ্ঞতার কথা " সুন্দরবন নিয়ে এর আগে অনেক সিনেমা হলেও এতো সুন্দর ভাবে হয়তো পরিবেশিত হয়নি। এখানে সুন্দরবনের জীবনযাত্রা খুব সুন্দর করে দেখানো হয়েছে। গল্পটি একটি ফটোজার্ণালিষ্ট কে নিয়ে যে সুন্দরবন নিয়ে একটি প্রজেক্ট হাতে নেয় তারপর সে একটি সাদা বাঘের বাচ্চা কে চোরাশিকারিদের থেকে বাঁচাবার কাহিনি নিয়েই এই গল্পের পট্ভুমিকা" সবাই এই সিনেমা দেখে পয়সা উসুল হয়ে যাবে।
Related Pots
মাহফুজ রিপন
মাঝ রাতের পাখিরা উড়ে যায় দূর আকাশে। বাল্যবন্ধুর মত শুভ্র জ্যোৎস্না চিনিয়ে দেয় ঘরে
ফেরার পথ। বাতাসে ভর করে জলকাদা ঘ্রান। নদীতে জলের প্রসূন আজ। তৃষ্ণায় বুক ফেটে
যায়- হায়রে গন্ধ কুসুম। বহমান নদীর দিকে তাকাই, জল ঝরার শব্দে নৈঃশব্দের ঘুম ভাঙ্গে।
আমার গোপন পাপ গুলো শুষে নেয়- মধ্যরাতের জলধারা। মাটির শরীর হেঁটে যায় পূবের দিক।
আদি শয্যা- শ্মশান ঘাটে পুড়তে থাকে সাধের শরীর।
গহিন অঙ্গারে ক্রোধের জ্বালা- জ্বলে।
সুরবালার কান্নায়- ভোজবাতির মতো অন্ধকারের ঘন্টা বাজে।
মাঝ রাতের পাখিরা উড়ে যায় দূর আকাশে। বাল্যবন্ধুর মত শুভ্র জ্যোৎস্না চিনিয়ে দেয় ঘরে
ফেরার পথ। বাতাসে ভর করে জলকাদা ঘ্রান। নদীতে জলের প্রসূন আজ। তৃষ্ণায় বুক ফেটে
যায়- হায়রে গন্ধ কুসুম। বহমান নদীর দিকে তাকাই, জল ঝরার শব্দে নৈঃশব্দের ঘুম ভাঙ্গে।
আমার গোপন পাপ গুলো শুষে নেয়- মধ্যরাতের জলধারা। মাটির শরীর হেঁটে যায় পূবের দিক।
আদি শয্যা- শ্মশান ঘাটে পুড়তে থাকে সাধের শরীর।
গহিন অঙ্গারে ক্রোধের জ্বালা- জ্বলে।
সুরবালার কান্নায়- ভোজবাতির মতো অন্ধকারের ঘন্টা বাজে।